৪৩০

মোরে বারে বারে ফিরালে।
পূজাফুল না ফুটিল  দুখনিশা না ছুটিল,
না টুটিল আবরণ॥
জীবন ভরি মাধুরী কী শুভলগনে জাগিবে?
নাথ ওহে নাথ, করে লবে তনু মন ধন?