গীতবিতান/পূজা/৪৭৭
< গীতবিতান
(পৃ. ১৮৮)
৪৭৭
ওই রে তরী দিল খুলে।
তোর বোঝা কে নেবে তুলে?
সামনে যখন যাবি ওরে থাক্-না পিছন পিছে পড়ে—
পিঠে তারে বইতে গেলি, একলা পড়ে রইলি কূলে॥
ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি এনে—
তাই যে তোরে বারে বারে ফিরতে হল, গেলি ভুলে।
ডাক্ রে আবার মাঝিরে ডাক্, বোঝা তোমার যাক ভেসে যাক—
জীবনখানি উজাড় করে সঁপে দে তার চরণমূলে॥