৫৪৫

রহি রহি আনন্দতরঙ্গ জাগে॥
রহি রহি, প্রভু, তব পরশমাধুরী
হৃদয়মাঝে আসি লাগে॥
রহি রহি শুনি তব চরণপাত হে
মম পথের আগে আগে॥
রহি রহি মম মনোগগন ভাতিল
তব প্রসাদরবিরাগে॥