৬২

আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক-না হারা।
জীবন জুড়ে লাগুক পরশ,  ভুবন ব্যেপে জাগুক হরষ,
তোমার রূপে মরুক ডুবে  আমার দুটি আঁখিতারা।
হারিয়ে-যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার।
ছড়িয়ে-পড়া আশাগুলি  কুড়িয়ে তুমি লও গো তুলি,
গলার হারে দোলাও তারে  গাঁথা তোমার ক’রে সারা।