গীতবিতান/পূজা ও প্রার্থনা/২৭
< গীতবিতান
(পৃ. ৮৩৭)
২৭
দুখ দূর করিলে, দরশন দিয়ে মোহিলে প্রাণ।
সপ্ত লোক ভুলে শোক তোমারে চাহিয়ে—
কোথায় আছি আমি দীন অতি দীন।
২৭
দুখ দূর করিলে, দরশন দিয়ে মোহিলে প্রাণ।
সপ্ত লোক ভুলে শোক তোমারে চাহিয়ে—
কোথায় আছি আমি দীন অতি দীন।