গীতবিতান/পূজা ও প্রার্থনা/৪৯

৪৯

এবার বুঝেছি সখা,  এ খেলা কেবলই খেলা—
মানবজীবন লয়ে  এ কেবলই অবহেলা।
তোমারে নহিলে আর  ঘুচিবে না হাহাকার—
কী দিয়ে ভুলায়ে রাখো,  কী দিয়ে কাটাও বেলা।
বৃথা হাসে রবিশশী,  বৃথা আসে দিবানিশি—
সহসা পরান কাঁদে  শূন্য হেরি দিশি দিশি।
তোমারে খুঁজিতে এসে  কী লয়ে রয়েছি শেষে—
ফিরি গো কিসের লাগি  এ অসীম মহামেলা।