১০৯

থামাও  রিমিকি-ঝিমিকি বরিষন, ঝিল্লিঝনক-ঝন-নন,  হে শ্রাবণ।
ঘুচাও ঘুচাও স্বপ্নমোহ-অবগুণ্ঠন ঘুচাও।
এসো হে, এসো হে, দুর্দম বীর এসো হে।
ঝড়ের রথে  অগম পথে  জড়ের বাধা যত করো উন্‌মূলন।
জ্বালো জ্বালো বিদ্যুতশিখা জ্বালো,
দেখাও তিমিরভেদী দীপ্তি তোমার দেখাও।
দিগ্বিজয়ী তব বাণী দেহো আনি,  গগনে গগনে সুপ্তিভেদী তব গর্জন জাগাও।