১১৬

তৃষ্ণার শান্তি,   সুন্দরকান্তি,
তুমি এলে নিখিলের সন্তাপভঞ্জন॥
আঁকো ধরাবক্ষে  দিগ্বধুচক্ষে
সুশীতল সুকোমল শ্যামরসরঞ্জন।
এলে বীরছন্দে   তব কটিবন্ধে
বিদ্যুত-অসিলতা বেজে ওঠে ঝঞ্চন॥
তব উত্তরীয়ে  ছায়া দিলে ভরিয়ে—
তমালবনশিখরে নবনীল-অঞ্জন।
ঝিলির মন্দ্রে  মালতীর গন্ধে
মিলাইলে চঞ্চল মধুকরগুঞ্জন।
নৃত্যের ভঙ্গে  এলে নব রঙ্গে,
সচকিত পল্লবে নাচে যেন খঞ্জন॥