১২১

কিছু বলব ব’লে এসেছিলেম,
রইনু চেয়ে না ব’লে
দেখিলাম খোলা বাতায়নে মালা গাঁথো আপন-মনে,
গাও গুন্‌-গুন্ গুঞ্জরিয়া যূথীকুঁড়ি নিয়ে কোলে।
সারা আকাশ তোমার দিকে
চেয়ে ছিল অনিমিখে।
মেঘ-ছেঁড়া আলো এসে পড়েছিল কালো কেশে,
বাদল-মেঘে মৃদুল হাওয়ায় অলক দোলে।