১৩২

শেষ গানেরই রেশ নিয়ে যাও চলে, শেষ কথা যাও ব’লে।
সময় পাবে না আর, নামিছে অন্ধকার,
গোধুলিতে আলো-আঁধারে
পথিক যে পথ ভোলে।
পশ্চিমগগনে ওই দেখা যায় শেষ রবিরেখা,
তমাল-অরণ্যে ওই শুনি শেষ কেকা।
কে আমার অভিসারিকা বুঝি বাহিরিল অজানারে খুঁজি
শেষবার মোর আঙিনার দ্বার খোলে।