গীতবিতান/প্রকৃতি/১৫৬
< গীতবিতান
(পৃ. ৪৮৯)
১৫৬
আকাশ হতে খসল তারা আঁধার রাতে পথহারা।
প্রভাত তারে খুঁজতে যাবে—ধরার ধুলায় খুঁজে পাবে
তৃণে তৃণে শিশিরধারা।
দুখের পথে গেল চলে—নিবল আলো, মরল জ্বলে।
রবির আলো নেমে এসে মিলিয়ে নেবে ভালোবেসে,
দুঃখ তখন হবে সারা।