১৬১

এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে।
চিত্ত বিকাশিবে চরণ ঘিরে।
বিরহতরঙ্গে অকূলে সে দোলে
দিবাযামিনী আকুল সমীরে।