গীতবিতান/প্রকৃতি/১৬১
< গীতবিতান
(পৃ. ৪৯০)
১৬১
এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে।
চিত্ত বিকাশিবে চরণ ঘিরে।
বিরহতরঙ্গে অকূলে সে দোলে
দিবাযামিনী আকুল সমীরে।
১৬১
এসো শরতের অমল মহিমা, এসো হে ধীরে।
চিত্ত বিকাশিবে চরণ ঘিরে।
বিরহতরঙ্গে অকূলে সে দোলে
দিবাযামিনী আকুল সমীরে।