২১৫

ফল ফলাবার আশা আমি মনে রাখি নি রে।
আজ আমি তাই মুকুল ঝরাই দক্ষিণসমীরে।

বসন্তগান পাখিরা গায়,  বাতাসে তার সুর ঝরে যায়—
মুকুল-ঝরার ব্যাকুল খেলা  আমারি সেই রাগিণীরে।
জানি নে ভাই, ভাবি নে তাই কী হবে মোর দশা
যখন আমার সারা হবে সকল ঝরা খসা।
এই কথা মোর শূন্য ভালে  বাজবে সে দিন তালে তালে—
‘চরম দেওয়ায় সব দিয়েছি  মধুর মধুযামিনীরে’।