২২৭

বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে
তোমায়  ভাকব না ফিরে ফিরে।
করব তোমায় কী সম্ভাষণ,  কোথায় তোমার পাতব আসন
পাতা-ঝরা কুসুম-ঝরা নিকুঞ্জকুটিরে।
তুমি আপনি যখন আস তখন  আপনি কর ঠাঁই—
আপনি কুসুম ফোটাও, মোরা  তাই দিয়ে সাজাই।
তুমি যখন যাও চলে যাও  সৰ আয়োজন হয় যে উধাও—
গান ঘুচে যায়, রঙ মুছে যায়, তাকাই অশ্রুনীরে।