২৩০

এবার  বিদায়বেলার সুর ধরো ধরো  ও চাঁপা, ও করবী!
তোমার  শেষ ফুলে আজ সাজি ভরো।
বাবার পথে আকাশতলে মেঘ  রাঙা হল চোখের জলে,
ঝরে পাতা ঝরোঝরো।
হেরো হেরো ওই রুদ্র রবি
স্বপ্ন ভাঙায় রক্তছবি।
খেয়াতরীর রাঙা পালে  আজ  লাগল হাওয়া ঝড়ের তালে,
বেণুবনের ব্যাকুল শাখা থরোথরো।