২৭৪

এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে
তোর আমায় ব’লে দে ভাই, ব’লে দে রে।
ফুলের গোপন পরান-মাঝে  নীরব সুরে বাঁশি বাজে—
ওদের  সেই সুরেতে কেমনে মন হয়েছে রে।
যে মধুটি লুকিয়ে আছে,  দেয় না ধরা কারো কাছে,
সেই মধুতে কেমনে মন ভরেছে রে।