৪৫

শ্রাবণবরিষন পার হয়ে  কী বাণী আসে ওই রয়ে রয়ে।
গোপন কেতকীর পরিমলে,  সিক্ত বকুলের বনতলে,

দূরের আঁখিজল বয়ে বয়ে  কী বাণী আসে ওই রয়ে রয়ে।
কবির হিয়াতলে ঘুরে ঘুরে  আঁচল ভরে লয় সুয়ে সুরে।
বিজনে বিরহীর কানে কানে  সজল মল্লার-গানে-গানে
কাহার নামখানি কয়ে কয়ে
কী বাণী আসে ওই রয়ে রয়ে।