৭৮

ঝরে ঝরো ঝরো ভাদরবাদর,  বিরহকাতর শর্বরী।
ফিরিছে এ কোন্ অসীম রোদন  কানন কানন মর্মরি।
আমার প্রাণের রাগিণী আজি এ  গগনে গগনে উঠিছে বাজিয়ে।
মোর  হৃদয় একি রে ব্যাপিল তিমিরে  সমীরে সমীরে সঞ্চরি।