৯৬

চলে  ছলোছলো নদীধারা  নিবিড় ছায়ায়  কিনারায় কিনারায়।
ওকে  মেঘের ডাকে ডাকল সুদূরে,  ‘আ য়  আ য়  আয়।’
কূলে  প্রফুল্ল বকুলবন  ওরে  করিছে আবাহন—

কোথা  দূরে বেণুবন গায়,  ‘আ য়  আ য়  আয়।’
তীরে তীরে, সখী,  ওই-যে উঠে নবীন ধান্য পুলকি।
কাশের বনে বনে  দুলিছে ক্ষণে ক্ষণে—
গাহিছে সজল বায়,  ‘আ য়  আ য়  আয়।’