গীতবিতান/প্রেম/১১৩
< গীতবিতান
(পৃ. ৩১৬)
১১৩
আমি যাব না গাে অমনি চলে। মালা তােমার দেব গলে॥
অনেক সুখে অনেক দুখে তােমার বাণী নিলেম বুকে,
ফাগুনশেষে যাবার বেলা আমার বাণী যাব বলে॥
কিছু হল, অনেক বাকি। ক্ষমা আমায় করবে না কি।
গান এসেছে সুর আসে নাই, হল না যে শােনানাে তাই—
সে সুর আমার রইল ঢাকা নয়নজলে॥