গীতবিতান/প্রেম/১১৬
< গীতবিতান
(পৃ. ৩১৭)
১১৬
কে বলেছে তােমায়, বঁধু, এত দুঃখ সইতে।
আপনি কেন এলে, বঁধু, আমার বােঝা বইতে॥
প্রাণের বন্ধু, বুকের বন্ধু,
সুখের বন্ধু, দুখের বন্ধু—
তােমায় দেব না দুখ, পাব না দুখ,
হেরব তােমার প্রসন্ন মুখ,
আমি সুখে দুঃখে পারব, বন্ধু, চিরানন্দে রইতে—
তােমার সঙ্গে বিনা কথায় মনের কথা কইতে॥