১৪৫

ওরে,  কী শুনেছিস ঘুমের ঘোরে,  তাের  নয়ন এল জলে ভরে॥
এত দিনে তােমায় বুঝি  আঁধার ঘরে পেল খুঁজি—
পথের বঁধু দুয়ার ভেঙে পথের পথিক করবে তােরে॥
তাের  দুখের শিখায় জ্বাল্ রে প্রদীপ জ্বাল্ রে।
তাের  সকল দিয়ে ভরিস পূজার থাল রে।
যেন  জীবন মরণ একটি ধারায়  তার চরণে আপনা হারায়,
সেই পরশে মােহের বাঁধন রূপ যেন পায় প্রেমের ডােরে॥