১৪৮

না বলে যায় পাছে সে  আঁখি মাের ঘুম না জানে।
কাছে তার রই, তবুও  ব্যথা যে রয় পরানে॥
যে পথিক পথের ভুলে  এল মাের প্রাণের কূলে
পাছে তার ভুল ভেঙে যায়,  চলে যায় কোন্ উজানে॥
এল যেই এল আমার আগল টুটে,
খােলা দ্বার দিয়ে আবার যাবে ছুটে।
খেয়ালের হাওয়া লেগে  যে খ্যাপা ওঠে জেগে
সে কি আর সেই অবেলায় মিনতির বাধা মানে॥