১৫১

তবু  মনে রেখাে যদি দূরে যাই চলে।
যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেমজালে।
যদি  থাকি কাছাকাছি,
দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি—
তবু  মনে রেখাে॥
যদি  জল আসে আঁখিপাতে,
এক দিন যদি খেলা থেমে যায় মধুরাতে,
তবু  মনে রেখো।
এক দিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে— মনে রেখাে॥
যদি পড়িয়া মনে
ছলােছলো জল নাই দেখা দেয় নয়নকোণে—
তবু  মনে রেখাে॥