গীতবিতান/প্রেম/১৫৩
< গীতবিতান
(পৃ. ৩৩১)
১৫৩
আকুল কেশে আসে, চায় ম্লাননয়নে, কে গাে চিরবিরহিণী—
নিশিভোরে আঁখি জড়িত ঘুমঘােরে,
বিজন ভবনে কুসুমসুরভি মৃদু পবনে,
সুখশয়নে, মম প্রভাতস্বপনে॥
শিহরি চমকি জাগি তার লাগি।
চকিতে মিলায় ছায়াপ্রায়, শুধু রেখে যায়
ব্যাকুল বাসনা কুসুমকাননে॥