গীতবিতান/প্রেম/১৫৬
< গীতবিতান
(পৃ. ৩৩২)
১৫৬
জয় ক’রে তবু ভয় কেন তাের যায় না,
হায় ভীরু প্রেম, হায় রে।
আশার আলােয় তবুও ভরসা পায় না,
মূখে হাসি তবু চোখে জল না শুকায় রে॥
বিরহের দাহ আজি হল যদি সারা,
ঝরিল মিলনরসের শ্রাবণধারা,
তবুও এমন গােপন বেদনতাপে
অকারণ দুখে পরান কেন দুখায় রে॥
যদিবা ভেঙেছে ক্ষণিক মােহের ভুল,
এখনাে প্রাণে কি যাবে না মানের মূল।
যাহা খুঁজিবার সাঙ্গ হল তাে খোঁজা,
যাহা বুঝিবার শেষ হয়ে গেল বােঝা,
তবু কেন হেন সংশয়ঘনছায়ে
মনের কথাটি নীরব মনে লুকায় রে॥