১৭৬

কখন দিলে পরায়ে  স্বপনে বরণমালা,
ব্যথার মালা।
প্রভাতে দেখি জেগে অরুণ মেঘে
বিদায়বাঁশরি বাজে অশ্রু-গালা।
গোপনে এসে গেলে, দেখি নাই আঁখি মেলে।
আঁধারে দুঃখভোরে বাঁধিলে মোরে,
ভূষণ পরালে বিরহবেদন-ঢালা।