গীতবিতান/প্রেম/২০৩
< গীতবিতান
(পৃ. ৩৫১-৩৫২)
২০৩
ভুল করেছিনু, ভুল ভেঙেছে।
জেগেছি, জেনেছি— আর ভুল নয়, ভুল নয়।
মায়ার পিছে-পিছে ফিরেছি, জেনেছি স্বপনসম সব মিছে—
বিধেছে কাঁটা প্রাণে— এ তো ফুল নয়, ফুল নয়।
ভালোবাসা হেলা করিব না,
খেলা করিব না নিয়ে মন— হেলা করিব না।
তব হৃদয়ে সখী, আশ্রয় মাগি।
অতল সাগর সংসারে এ তো কূল নয়, কূল নয়॥