২০৮

ছি ছি, মরি লাজে, মরি লাজে—
কে সাজালো মোরে মিছে সাজে।  হায়॥
বিধাতার নিষ্ঠুর বিদ্রূপে  নিয়ে এল চুপে চুপে
মোরে  তোমাদের দুজনের মাঝে॥

আমি নাই, আমি নাই—  আদরিণী লহো তব ঠাঁই
যেথা তব আসন বিরাজে। হায়।