গীতবিতান/প্রেম/২২৭
< গীতবিতান
(পৃ. ৩৬২)
২২৭
আজি দক্ষিণপবনে
দোলা লাগিল বনে বনে।
দিক্ললনার নৃত্যচঞ্চল মঞ্জীরধ্বনি অন্তরে ওঠে রনরনি
বিরহবিহ্বল হৃৎস্পন্দনে।
মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা
পল্লবে পল্লবে প্রলপিত কলরবে।
প্রজাপতির পাখায় দিকে দিকে লিপি নিয়ে যায়
উৎসব-আমন্ত্রণে।