২৫৮

নীলাঞ্জনছায়া,  প্রফুল্ল কদম্ববন,
জম্বুপুঞ্জে শ্যাম বনান্ত,  বনবীথিকা ঘনসুগন্ধ।
মন্থর নব নীলনীরদ-  পরিকীর্ণ দিগন্ত।
চিত্ত মোর পন্থহারা  কান্তবিরহকান্তারে।