২৮৬

আমি  এলেম তারি দ্বারে,  ডাক দিলেম অন্ধকারে  হা রে।
আগল ধ’রে দিলেম নাড়া— প্রহর গেল, পাই নি সাড়া,
দেখতে পেলেম না যে তারে  হা রে।
তবে  যাবার আগে এখান থেকে  এই  লিখনখানি যাব রেখে—
দেখা তোমার পাই বা না পাই  দেখতে এলেম জেনো গো তাই,
ফিরে যাই সুদূরের পারে  হা রে।