গীতবিতান/প্রেম/৩১
< গীতবিতান
(পৃ. ২৮২)
৩১
আমার পরান লয়ে কী খেলা খেলাবে ওগো
পরানপ্রিয়।
কোথা হতে ভেসে কূলে লেগেছে চরণমূলে
তুলে দেখিয়ো।
এ নহে গো তৃণদল, ভেসে আসা ফুলফল—
এ যে ব্যথাভরা মন মনে রাখিয়ো।
কেন আসে কেন যায় কেহ না জানে।
কে আসে কাহার পাশে কিসের টানে
রাখ যদি ভালোবেসে চিরপ্রাণ পাইবে সে,
ফেলে যদি যাও তবে বাঁচিবে কি ও।