৩১১

ওগো সখী, দেখি দেখি,  মন কোথা আছে।
কত  কাতর হৃদয় ঘুরে ঘুরে  হেরো  কারে যাচে।
কী মধু, কী সুধা, কী সৌরভ,  কী রূপ রেখেছ লুকায়ে—
কোন্ প্রভাতে, ও কোন্ রবির আলোকে  দিবে খুলিয়ে কাহার কাছে।
সে যদি না আসে এ জীবনে,  এ কাননে পথ না পায়!
যারা এসেছে তারা বসন্ত ফুরালে  নিরাশপ্রাণে ফেরে পাছে।