৩৩৪

ওরে  চিত্ররেখাভোরে বাঁধিল কে— বহু-  পূর্বস্মৃতিসম হেরি ওকে।
কার তুলিকা নিল মন্ত্রে জিনি  এই মঞ্জুল রূপের নির্ঝরিণী— স্থির নির্ঝরিণী।
যেন  ফাল্গুন-উপবনে শুক্লরাতে  দোলপূর্ণিমাতে

এল  ছন্দমুরতি কার নব-অশোকে।
নৃত্যকলা যেন চিত্রে-লিখা
কোন্  স্বর্গের মোহিনী-মরীচিকা।
শরৎ-নীলাম্বরে তড়িৎলতা  কোথা হারাইল চঞ্চলতা।
হে  স্তব্ধবাণী, কারে দিবে আনি  নন্দনমন্দারমাল্যখানি—  বরমাল্যখানি
প্রিয়-  বন্দনাগান-জাগানো রাতে
শুভ  দর্শন দিবে তুমি কাহার চোখে?