গীতবিতান/প্রেম/৩৩৭
< গীতবিতান
(পৃ. ৪০৪-৪০৫)
৩৩৭
সব-কিছু কেন নিল না, নিল না, নিল না ভালোবাসা—
ভালো আর মন্দেরে।
আপনাতে কেন মিটালো না যত কিছু দ্বন্দ্বেরে—
ভালো আর মন্দেরে।
নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা, সাগরহৃদয়ে গহনে হয় হারা।
ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো, প্রেমের আনন্দেরে—
ভালো আর মন্দেরে।