৩৪০

জেনো প্রেম চিরঋণী আপনারই হরষে,  জেনো প্রিয়ে
সব পাপ ক্ষমা করি ঋণশোধ করে সে।
কলঙ্ক যাহা আছে  দূর হয় তার কাছে,
কালিমার ’পরে তার অমৃত সে বরষে।