৩৬১

জীবনে আজ কি প্রথম এল বসন্ত।
নবীনবাসনাভরে হদয় কেমন করে,
নবীন জীবনে হল জীবন্ত।
সুখভরা এ ধরায়  মন বাহিরিতে চায়,
কাহারে বসাতে চায় হৃদয়ে।
তাহারে খুঁজিব দিকদিগন্ত।
যেমন দখিনে বায়ু দুটেছে,  না জানি কোথায় ফুল ফুটেছে,
তেমনি আমিও, সখী, যাব— না জানি কোথায় দেখা পাব।
কার সুধাস্বর-মাঝে  জগতের গীত বাজে,
প্রভাত জাগিছে কার নয়নে,
কাহার প্রাণের প্রেম অনন্ত
তাহারে খুঁজিব দিকদিগন্ত।