৩৭২

বনে এমন ফুল ফুটেছে,
মান ক’রে থাকা আজ কি সাজে।
মান অভিমান ভাসিয়ে দিয়ে
চলল চলল কুঞ্জমাঝে।
আজ  কোকিলে গেয়েছে কুহু  মূহুর্‌মূহু,
কাননে ওই বাঁশি বাজে।
মান ক’রে থাকা আর কি সাজে।
আজ  মধুরে মিশাবি মধু,  পরানবঁধু
চাঁদের আলোয় ওই বিরাজে।
মান ক’রে থাকা য়াজ কি সাজে।