গীতবিতান/প্রেম/৩৮৬
< গীতবিতান
(পৃ. ৪২০)
৩৮৬
হাসিরে কি লুকাবি লাজে।
চপলা সে বাঁধা পড়ে না যে।
রুধিয়া অধরদ্বারে ঝাঁপিয়া রাখিলি যারে
কখন সে ছুটে এল নয়নমাঝে।
৩৮৬
হাসিরে কি লুকাবি লাজে।
চপলা সে বাঁধা পড়ে না যে।
রুধিয়া অধরদ্বারে ঝাঁপিয়া রাখিলি যারে
কখন সে ছুটে এল নয়নমাঝে।