গীতবিতান/প্রেম/৩৮৯
< গীতবিতান
(পৃ. ৪২১)
৩৮৯
মন জানে মনোমোহন আইল, মন জানে সখা!
তাই কেমন করে আজি আমার প্রাণে।
তারি সৌরভ বহি বহিল কি সমীরণ আমার পরানপানে।
৩৮৯
মন জানে মনোমোহন আইল, মন জানে সখা!
তাই কেমন করে আজি আমার প্রাণে।
তারি সৌরভ বহি বহিল কি সমীরণ আমার পরানপানে।