৫১

এখনো কেন সময় নাহি হল,  নাম-না-জানা অতিথি—
আঘাত হানিলে না দুয়ারে,  কহিলে না ‘দ্বার খোলো’।

হাজার লোকের মাঝে  রয়েছি একেলা যে—
এসো,আমার হঠাৎ-আলো,  পরান চমকি তোলো।
আঁধার বাধা আমার ঘরে,  জানি না কঁদি কাহার তরে।
চরণসেবার সাধনা আনো,  সকল দেবার বেদনা আনো—
নবীন প্রাণের জাগরমন্ত্র  কানে কানে বোলো।