৬০

এবার উজাড় করে লও হে আমার যা-কিছু সম্বল।
ফিরে চাও, ফিরে চাও,  ফিরে  চাও ওগো চঞ্চল।
চৈত্ররাতের বেলায়  নাহয়  এক প্রহরের খেলায়
আমার স্বপনস্বরূপিণী প্রাণে দাও পেতে অঞ্চল।
যদি  এই ছিল গো মনে,
যদি  পরম দিনের স্মরণ ঘুচাও চরম অযতনে,
তবে ভাঙা খেলার ঘরে,  নাহয়  দাঁড়াও ক্ষণেক-তরে—
সেথা  ধুলায় ধুলায়  ছড়াও হেলায়  ছিন্ন ফুলের দল।