৬৩

তোমার গোপন কথাটি,  সখী, রেখো না মনে।
শুধু আমায়,  বোলো  আমায় গোপনে।
ওগো  ধীরমধুরহাসিনী,  বোলো ধীরমধুর ভাষে—
আমি  কানে না শুনিব গো,  শুনিব প্রাণের শ্রবণে।
যবে  গভীর যামিনী,  যবে  নীরব মেদিনী,
যবে  সুপ্তিমগন বিহগনীড়  কুসুমকাননে,
বোলো  অশ্রুজড়িত কণ্ঠে,  বোলো  কম্পিত স্মিত হাসে—
বোলো  মধুরবেদনবিদুর হৃদয়ে  শরমনমিত নয়নে।