৬৮

আমার  নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে
আমার  স্বপনলোকে দিশাহারা।
ওগো অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন—
আমি  চাই নে তপন, চাই নে তারা।
যখন  সবাই মগন ঘুমের ঘোরে  নিয়ো গো, নিয়ো গো,
আমার  ঘুম নিয়ো গো হরণ করে।
একলা ঘরে চুপে চুপে  এসো কেবল সুরের রূপে—
দিয়ো গো, দিয়ো গো,
আমার  চোখের জলের দিয়ো সাড়া।