গীতবিতান/প্রেম/৭
< গীতবিতান
(পৃ. ২৭৩)
৭
গানের ডালি ভরে দে গাে উষার কোলে—
আয় গাে তােরা, আয় গাে তােরা, আয় গাে চলে॥
চাঁপার কলি চাঁপার গাছে সুরের আশায় চেয়ে আছে,
কান পেতেছে নতুন পাতা গাইবি ব’লে॥
কমলবরণ গগন-মাঝে
কমলচরণ ওই বিরাজে।
ওইখানে তাের সুর ভেসে যাক, নবীন প্রাণের ওই দেশে যাক,
ওই যেখানে সােনার আলাের দুয়ার খােলে॥