৭১

দে পড়ে দে আমায় তোরা কী কথা আজ লিখেছে সে।
তার  দূরের বাণীর পরশমানিক লাগুক আমার প্রাণে এসে।
শস্যখেতের গন্ধখানি  একলা ঘরে দিক সে আনি,
ক্লান্তগমন পান্থহাওয়া লাগুক আমার মুক্ত কেশে।
নীল আকাশের সুরটি নিয়ে বাজাক আমার বিজন মনে,
ধূসর পথের উদাস বরন মেলুক আমার বাতায়নে।
সূর্য ডোবার রাঙা বেলায়  ছড়াব প্রাণ রঙের খেলায়
আপন মনে চোখের কোণে অশ্রু-বাতাস উঠবে ভেসে।