৮৭

যা ছিল কালো-ধলো  তোমার  রঙে রঙে রাঙা হল।
যেমন  রাঙাবরন তোমার চরণ  তার সনে আর ভেদ না র’ল।
রাঙা হল বসন-ভূষণ, রাঙা হল শয়ন-স্বপন—
মন হল কেমন দেখ্ রে, যেমন  রাঙা কমল টলোমলো।