৯৮

ওগো  শান্ত পাষাণমুরতি সুন্দরী,
চঞ্চলেরে হৃদয়তলে লও বরি।
কুঞ্জবনে এসো একা,  নয়নে অশ্রু দিক্ দেখা—
অরুণ রাগে হোক রঞ্জিত  বিকশিত বেদনার মঞ্জরী।