গীতবিতান/প্রেম ও প্রকৃতি/১১

১১

সোনার পিঞ্জর ভাঙিয়ে আমার  প্রাণের পাখিটি উড়িয়ে যাক।
সে যে হেথা গান গাহে না!  সে যে মোরে আর চাহে না!
সুদূর কানন হইতে সে যে শুনেছে কাহার ডাক—
পাখিটি উড়িয়ে যাক।
মুদিত নয়ন খুলিয়ে আমার  সাধের স্বপন যায় রে যায়।